বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।তবে চূড়ান্ত হিসাবে এই অংক আরও কিছুটা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ সোমবার (৭ জুলাই)  রাজধানীর ঢাকা কাস্টমস হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আবদুর রহমান খান বলেন, সম্প্রতি যেসব কর্মকর্তা বড় আকারে সীমা লঙ্ঘন করেছেন, তাদের বিষয়টি হয়তো ভিন্নভাবে বিবেচনা করা হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‌‘ঢাকা কাস্টমস হাউজের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী বা সেবাগ্রহীতা হয়রানির অভিযোগ করেননি, যা একটি ইতিবাচক দিক।’

এ সময় তিনি কর্মকর্তাদের দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। আব্দুর রহমান খান বলেন, ‘ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থকে রক্ষা করতে হবে।’

সম্প্রতি এনবিআরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘এনবিআরে আতঙ্কের কোনো কারণ নেই। সবাইকে একটি দল হিসেবে একযোগে কাজ করতে হবে।’

তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘উল্লেখযোগ্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর