রাজনৈতিক বিশ্লেষক ও দেশ বরেন্য সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল হাসপাতাল থেকে বাসায় ফেরার পর ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তাদের মধ্যে ফোনে কথোপকথন হয়।
এ সময় সিনিয়র এই সাংবাদিকের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সুস্থতা কামনা করেন। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়েও দু’জনের মধ্যে কথা হয়।
এছাড়া মাসুদ কামালের সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সাথেও কথা বলেন তারেক রহমান।
উল্লেখ্য, সাংবাদিক মাসুদ কামাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
তারেক রহমান ও মাসুদ কামালের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামিল হোসেন।