মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েলের ‘উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ সত্ত্বেও এয়ারোস্পেস ফোর্স ভোররাতে একটি ‘সফল অভিযান’ পরিচালনা করেছে। এ তথ্য ইরানি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
আইআরজিসি আর জানায়, হামলাটি ইসরায়েলি সেনাবাহিনীর আমান সদরদপ্তর এবং মোসাদের একটি স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। তাদের দাবি সেখান থেকে হত্যাকাণ্ড পরিকল্পনার কাজ হতো।
ইসরায়েল এখনও পর্যন্ত এ হামলার টার্গেট নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
অন্যদিকে ইরান বলছে, ইসরায়েলি হামলায় তাদের অন্তত ২২৪ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।