শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

ইসরাইলি হামলার গোপন তথ্য ফাঁস : মার্কিন বিশ্লেষকের ৩৭ মাসের জেল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

ইরানের ওপর ইসরাইলের সম্ভাব্য পাল্টা সামরিক হামলা বিষয়ক মার্কিন ‘টপ সিক্রেট’ নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের সাবেক ‘সিআইএ’ বিশ্লেষক আসিফ রহমানকে তিন বছর এক মাসের (৩৭ মাস) কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার(১১জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন বিচার বিভাগ।

৩৪ বছর বয়সী আসিফ রহমান ২০১৬ সাল থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-তে কাজ করছিলেন এবং তার ছিল ‘টপ সিক্রেট’ নিরাপত্তা ছাড়পত্র। এফবিআই গত নভেম্বর মাসে তাকে কম্বোডিয়ায় গ্রেপ্তার করে।

চলতি বছরের জানুয়ারিতে ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে আসিফ রহমান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য, ইচ্ছাকৃতভাবে নিজের কাছে রাখার ও অন্যদের কাছে পাঠানোর দুই অভিযোগে দোষ স্বীকার করেন। এসব অপরাধে তার সর্বোচ্চ ২০ বছরের জেল হতে পারত।

ঘটনার পেছনের প্রেক্ষাপট- হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার জবাবে ইরান গত ১ অক্টোবর, ইসরাইলে প্রায় ২শ’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এরপর অক্টোবরের শেষদিকে ইসরাইলও ইরানে পাল্টা সামরিক হামলা চালায়।

আদালতের নথি অনুসারে, ১৭ অক্টোবর আসিফ দু’টি ‘টপ সিক্রেট’ নথি প্রিন্ট করেন। নথিগুলো ছিল ‘যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের এবং তাতে ছিল সেই মিত্রদেশটির শত্রুর বিরুদ্ধে সামরিক কার্যক্রমের পরিকল্পনা’।

এরপর আসিফ সেগুলোর ছবি তুলে কম্পিউটারে সম্পাদনা করে উৎস গোপন রাখার চেষ্টা করেন। তারপর সেই নথিগুলো তিনি এমন কিছু ব্যক্তিদের পাঠান যাদের সেগুলো দেখার অনুমতি ছিল না। সবশেষে অফিসেই কাগজগুলো কেটে ফেলেন।

এই নথিগুলো পরে ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামে টেলিগ্রামের একটি অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। এতে ইরানের ওপর সম্ভাব্য ইসরাইলি হামলার প্রস্তুতির তথ্য ছিল। তবে ইরানের কোথায় হামলা হবে সে বিষয়ে নথিতে কোনো তথ্য ছিল না

এদিকে, ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, এসব নথি ন্যাশনাল জিওস্পাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি (এনজিএ) তৈরি করেছিল। সেখানে ইসরাইলের একটি বিমানঘাঁটিতে বিমান চালনা অনুশীলন ও অস্ত্রসরবরাহ বিষয়ক তথ্য ছিল।এই ফাঁসের কারণে ইসরাইল তাদের পাল্টা হামলা কিছুটা দেরিতে চালায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর