ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে যাওয়ার কিছু দিন পর এবার আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ, এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতেও বিশাল ব্যবধানে দুটো হার সঙ্গী হয়েছে দলের। এর ফলে ১০-এ নেমে গেছে লিটন দাসের দল।
টানা চার টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। তাতে দলের খাতা থেকে পয়েন্ট কাঁটা গেছে ৫টি। আমিরাতের বিপক্ষে সিরিজের আগে দলের রেটিং পয়েন্ট ছিল ২২৫। সেখান থেকে চার হারের পর এসে দলের রেটিং পয়েন্ট ঠেকেছে ২২০-তে। আফগানিস্তানের রেটিং পয়েন্ট ছিল ২২৩, তারা চলে গেছে নয় নম্বরে। ১১তে থাকা আয়ারল্যান্ডের চেয়ে অবশ্য নিরাপদ অবস্থানে আছে বাংলাদেশ, তাদের পয়েন্ট ২০২।
২৭১ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৬২। পরের তিনটি দল যথাক্রমে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয়ে আছে সবশেষ বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা, তাদের পয়েন্ট ২৪৫। সাতে আছে শ্রীলঙ্কা, আটে পাকিস্তান। বাংলাদেশকে দুই ম্যাচে হারিয়ে তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৯তে।
এর আগে বাংলাদেশকে হারিয়েছে আমিরাত। তাদের অবস্থান ১৫তে। তাদের রেটিং পয়েন্ট ১৮৩।
এখন দশে নেমে গেলেও বাংলাদেশের সামনে র্যাঙ্কিংয়ে ওপরে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। পাকিস্তান সিরিজের পরই শ্রীলঙ্কা সফর আছে দলের। এরপর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফলে সেসব সিরিজে জিতলেই আবার ৯ কিংবা তারও ওপরে ওঠার সুযোগ থাকবে লিটন দাসের দলের সামনে। তবে দলের ফর্ম অবশ্য সেসবকে আপাতত অসম্ভব বলেই মনে করাচ্ছে।