বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারানোর খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এখনও তিনি তার পদে বহাল রয়েছেন।
শুক্রবার (৩০ মে) বিকেলে একাধিক সংবাদমাধ্যমকে ছাত্রদল সাধারণ সম্পাদক তা নিশ্চিত করেন। ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক বলেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আজ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদল সভাপতির পদ হারিয়েছেন। কেউ আবার পদ হারানোর গুঞ্জনের কথা বলেছেন। গণমাধ্যমের এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এদিকে, আজ বিকেল ৪টা ৩৮ মিনিটে নাছির উদ্দীন নাছির নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।
ছাত্রদলের সভাপতির শারিরীক অসুস্থতার সময়ে নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রপাগাণ্ডা। আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন।’
উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ থেকে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। রাকিবুল ইসলাম রাকিব ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগে ভর্তি হন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়ার আগে সংগঠনের সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাকিবুল ইসলাম রাকিব।