বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ অভিযোগ করেছেন, তার সঙ্গে ‘অন্যায় আচরণ’ করা হয়েছে এবং তাকে ‘জোরপূর্বক’ পদচ্যুত করা হয়েছে। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতিকে বিষয়টি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই দেশের ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুককে আর বিসিবিতে দেখতে চায় না। এর আগের রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকও সেই ইঙ্গিত বহন করে। এরপর বিসিবি সভাপতি হিসেবে গণমাধ্যমে কথা বলার সময় ফারুক নিজেই স্বীকার করেন, ক্রীড়া পরিষদ তাকে আর চায় না।