বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

আজ দুই দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন যারা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে আজও গুরুত্বপূর্ণ বৈঠক  অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার (২৫ মে) বিকেল ৫টা ও ৬টায় দুই দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

প্রথম দফায় বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফায় বিকেল ৬টায় আলাদা আলাদা সময়সূচিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বৈঠকে প্রথম দফায় যারা অংশ নেবেন, তাদের মধ্যে রয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, এবি পার্টির সদস্যসচিব মুজিবর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ভাসানী অনুসারী পরিষদের নেতা খালেকুজ্জামান ভূঁইয়া, বিএনএফ নেতা টিপু বিশ্বাস, এবং গণ অধিকার পরিষদের নেতারা হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও শেখ রফিকুল ইসলাম বাবলু।

দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন দেশের ইসলামি ধারার কয়েকটি দলের শীর্ষ আলেম ও নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুসা বিন ইজহার ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নিজামে ইসলাম পার্টির মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো এবং সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক ও ধর্মীয় উভয় পক্ষ থেকেই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, অবাধ এবং সবার অংশগ্রহণমূলক করার আহ্বান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 এর আগে শনিবার রাতে (২৪ মে) সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর