রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশে অংশ নিয়েছেন ১৮ জেলার লক্ষাধিক নেতা-কর্মী

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:১২ অপরাহ্ন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের খুলনা ও বরিশাল বিভাগের যৌথ উদ্যোগে খুলনার সার্কিট হাউজ মাঠে তারুণ্যের সমাবেশ  হয়েছে। ১৮ টি জেলার লাক্ষাধিক তরুণ সমাবেশে অংশ নিয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলার নেতাকর্মীরা সমাবেশ স্থলে সমবেত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েন মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুন শক্তিকে সম্মেলন থেকে দিক নির্দেশনা দেয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর