ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ হলেও ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন আশিকুর রহমান। এই গোলে মূল অবদান ছিল অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের, যিনি নিখুঁতভাবে বলটি পৌঁছে দেন আশিকুরের কাছে ৮০ মিনিটে আবারও আলো ছড়ান ফয়সাল। এবার সহকারী ছিলেন মানিক। বক্সে মানিকের বাড়ানো বল থেকে ঠাণ্ডা মাথায় ফিনিশিং করে দলের লিড ২-০ করেন অধিনায়ক ফয়সাল। নেপাল যদিও ৮৬ মিনিটে একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করে। সংঘবদ্ধ আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে গোলরক্ষক মাহিনকে পাশ কাটিয়ে বল জালে জড়ান নেপালের ফরোয়ার্ড।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। ১৮ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।