শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর জাহানারা ইস্যুতে সরব মাশরাফি ক্রিকেটার জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের জাপানের ১ কোটি শ্রম ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ ৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: উপদেষ্টা আসিফ মাহমুদ জকসু নির্বাচনের খসড়া তালিকায় ভোটার ১৬ হাজার ৭২৫ জন যারা নির্বাচনের আগে গণভোটের চাপ দিচ্ছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব শফিকুল আলম

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হলেন অস্ট্রেলিয়ান শন টেইট

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট। ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে নাম করা অজি সাবেক এই ডানহাতি গত বিপিএলে চিটাগং কিংসকে কোচিং করিয়ে ফাইনালে তুলেছিলেন।

৪২ বছর বয়সী টেইটের সঙ্গে চুক্তির ফলে শেষ হলো আন্দ্রে অ্যাডামস অধ্যায়ের। এর আগে ২০২৪ সালের মার্চে নিউজিল্যান্ডের সাবেক কোচ অ্যাডামস জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তবে চুক্তির মেয়াদ বাকি থাকলেও পারস্পরিক সমঝোতায় তার সঙ্গে চুক্তির ইতি টানে বিসিবি।

জানা যায়, এ মাসেই নতুন ভূমিকায় বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন  টেইট। তিনি বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। বিপিএল ছাড়াও বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ ও ইংলিশ কাউন্টিতে কোচিং করিয়েছেন।

টেইট অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ক্রিকেটারের আছে বিশ্বকাপ জয়ের কীর্তিও। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার।

এদিকে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পেয়ে টেইট বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সাথে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিককালে বলা হয়েছে- অনেক তরুণ ফাস্ট বোলার আছে দলে যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর