রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

ভাইয়ের বাসায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে  দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শামীলা রহমানকে সাথে নিয়ে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার(১০ মে) গুলশানের ৪২ নম্বর সড়কের বাসায় ভাইয়ের আমন্ত্রণে তার বাসায় খালেদা জিয়া অংশ নেন।

এ সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. শাহ মু. আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষ ২০১৭ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী ছোট ভাই শামীন ইস্কান্দারের বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর নির্বাচনের বছর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপে খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠায়। তবে, করোনা সংক্রমণ পরিস্থিতি দেখা দিলে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিলেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি মুক্ত জীবনে ফিরে আসেন। এবং উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যুক্তরাজ্য যান। সেখানে চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে চার মাস পর আবারও কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নীল রংয়ের শাড়ি এবং নীল রংয়ের একটি গাড়ির সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পেছনের সিটে দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শামীলা রহমানকে নিয়ে ফিরোজা থেকে বের হন। দলীয় পতাকা উড়িয়ে তিনি ভাইয়ের বাসায় যান তিনি।

বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, গত মঙ্গলবার চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকেফেরে আসার পর চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন খালেদা জিয়া। এটা প্রথম কোনো আত্মীয়ের বাসায় গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর