রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

ইসলামী আন্দোলন নেতা ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নিজেকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণা চেয়ে  আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচনী ট্রাইবুনাল।

সোমবার (৫ এপ্রিল) বরিশাল নির্বাচনী ট্রাইবুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো: হাসিবুল হাসান এ আদেশ দেন।

প্রায় দুই বছর আগে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে সেই নির্বাচনের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে নির্বাচিত ঘোষণার আবেদন জানানো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে।

ফয়জুল করীমের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী শেখ নাসির উদ্দিন বলেন, ‘আমরা এই আদেশে সংক্ষুব্ধ। কারণ মামলা করতে দেরি হয়েছে। এ জন্য আবেদন খারিজ করাটাকে আমরা সমীচীন মনে করছি না। এটা বাস্তবতার নিরিখে বিবেচনা করা যেতো। আইন তো মানুষের জন্য। আমরা সুবিচার পাইনি। এই আদেশ চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে যাবো। আমাদের আইনি লড়াই চলবে।’

ইসলামী আন্দোলনের  কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্বাচনী ট্রাইব্যুনালের আজকের আদেশে আমরা সংক্ষুব্ধ। আইনি ও রাজনৈতিক লড়াই চলবে।’

দলটি জানিয়েছে, এ আদেশের বিরুদ্ধে নির্বাচনী আপিল আদালতে আপিল করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। তিনি পরাজিত হয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রার্থীর কাছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর