৫ মে’র পরিবর্তে একদিন পিছিয়ে ৬ মে (মঙ্গলবার) দেশে ফিরবেন যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (০৫ মে) খালেদা জিয়ার দেশের ফেরার তথ্য জানানো হয়েছিল।
শায়রুল কবির জানান, বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও স্হায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ ভাইয়ের মাধ্যমে বিএনপি মহাসচিবের নির্দেশে আপনাদেরকে নিশ্চিত করছি যে কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার এম্বুলেন্স সোমবার (০৫ মে) লন্ডন থেকে চেয়ারপার্সনকে নিয়ে রওনা করবে।
তিনি মঙ্গলবার (০৬ মে) ঢাকায় পৌঁছাবেন। সময় চুড়ান্ত হবার পর জানানো হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এ সদস্য।
বিবৃতিতে জানানো হয়, কাতার আমিরের দেয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) ৫ মে লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার (৬ মে) ঢাকায় পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সময়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছিল, যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়।