চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের বেতবুনিয়া এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, সকালে সোয়ো ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।