শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

রিতুর বীরত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে  রবিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল দল হলেও ম্যাচটি হারতে বসেছিল নিগার সুলতানারা। কিন্তু রিতু মনির অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৮ বল আগেই ২ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  ২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রান তুলতেই  নেই ২ উইকেট । এমন অবস্থায় জ্যোতিদের পক্ষে ম্যাচ জয়ের বাজি ধরার লোক খুব কমই ছিল। নিগার সুলতানার ফিফটিতে শুরুর ধাক্কা সামাল দেয়া গেলেও ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে পড়ে টাইগ্রেসরা। সেই খাদ থেকে এরপর  প্রাচীর হয়ে দাড়িয়ে একাই দলকে টেনে তুলেছেন রিতু মনি।

 

আর রিতুর বীরোচিত হাফসেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ৮ বল হাতে রেখে এই জয়ে বিশ্বকাপ মূল পর্বের পথে ভালোভাবেই এগোচ্ছে লাল-সবুজরা।

শেষ বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছেন অলরাউন্ডার রিতু। উইকেটে তখন তার সঙ্গে ছিলেন ১০ নম্বরে ব্যাটিং করতে নামা নাহিদা আক্তার। নবম উইকেটে তাদের অবিশ্বাস্য ৫৪ রানের জুটিতেই ২ উইকেটের এই অবিশ্বাস্য জয় আসে বাংলাদেশের ঘরে।

শেষ দিকে বাংলাদেশের ওভারপ্রতি রান হুহু করে বাড়ছিল। ৬১ বলে ৬৭ রানের ইনিংসে রান ও বলের ব্যবধানটা খুব বেশি বাড়তে দেননি রিতু। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। আর

রিতুকে যোগ্য সংগত করেছেন ১৭ বলে ১৮ রান করা নাহিদা আক্তার।

শেষ দুই ওভারে ১৩ রান দরকার ছিল বাংলাদেশের। মুরের ওভারটিতে নাহিদা তৃতীয় বলে একটি চার মারেন এবং চতুর্থ বলে ফ্রি হিট থেকে ছক্কা মেরে খেলা শেষ করেন রিতু। এর আগে, নিগার সুলতানার ৬৮ বলে ৫১, শারমিন আক্তারের ২৪ ও ফাহিমা খাতুনের ২৮ রান লড়াইয়ে রেখেছিল বাংলাদেশকে।

রোববার (১৩ এপ্রিল) লাহোরে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও এরপর দৃঢ়তা দেখায় আয়ারল্যান্ড। ৭৭ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি গড়েন ওরলা প্রেনডারগাস্ট ও লরা ডিলানি। ৬৪ বলে ৪১ রান করে প্রেনডারগাস্ট সাজঘরে ফিরলেও ডিলানি আউট হন ৭৫ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে। এছাড়া, অ্যামি হান্টার করণে ৩৮ বলে ৩৩ এবং আরলিন কেলির ব্যাট থেকে আসে ১৭ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানে থামে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে লেগস্পিনার রাবেয়া খান ৩৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। ২টি উইকেট পেলেও ৮ ওভারে ফাহিমা খাতুনকে হজম করতে হয়েছে ৫০ রান ছয় দলের বাছাইপর্বে বর্তমানে রানরেটে শীর্ষে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পেয়েছিল রিতু মনিরা। দুই ম্যাচ থেকে দুই জয়ে ৪ পয়েন্ট পাওয়া পাকিস্তান রানরেটে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর