শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

প্রিমিয়ার লিগে ৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ ৯ বছর পর ও ১১ ম্যাচ পর হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনীকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মোহামেডানের দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে ২২৫ রানে অলআউট হয় আবাহনী। মুশফিকুর রহিমরা জয় পান ৩৯ রানে।

আজকের আগে ৫০ ওভারের লিস্ট ‘এ’ সংস্করণে আবাহনীর বিপক্ষে মোহামেডান সবশেষ জয় পেয়েছিল ২০১৬ সালের মে মাসে। এরপর টানা ১১ ম্যাচে আবাহনীর বিপক্ষে জয়ের মুখে দেখেনি ঐতিহ্যবাহী মোহামেডান। অসুস্থতার কারণে তামিম ইকবাল না থাকলেও বাকিরা সহজেই হারিয়ে দেয় চিরপ্রতিদ্বন্দ্বীদের।

এবারের ডিপিএলে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে প্রথম ম্যাচেই হেরে যাওয়া আবাহনী পরের ৯ ম্যাচে টানা জয় পায়। প্রথম পর্ব শেষে আবারও হারল দলটি। ১১ ম্যাচ শেষে এখন সমান ৯টি করে জয় আবাহনী ও মোহামেডানের। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে থেকে সুপার লিগের লড়াই শুরু করবে মোহামেডান।

আজ টসে হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু পায় মোহামেডান। শুরুর ১০ ওভারেই ১ উইকেট হারিয়ে ৮০ রান তুলে ফেলে দলটি। দ্বিতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন আজকের ম্যাচের নায়ক আনিসুল ইসলাম। ৫ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৪৮ রান করে ফেরেন কিপার-ব্যাটার অঙ্কন। তবে সেঞ্চুরি করেই থেমেছেন আনিসুল। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে ১০৩ বল খেলেন ২৭ বছর বয়সী ব্যাটার। শেষ পর্যন্ত ১১৮ বলে ১৮ চার ও ২ ছক্কায় ১১৪ রান করে ফেরেন তিনি।

২৬৫ রানের জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আবাহনী। তবে একপ্রান্ত আগলে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি আউট হলে আর কোনো ব্যাটারই দলের হার ঠেকাতে পারেননি। ৭ চারে ১১৩ বলে ৮০ রান করে আউট হন শান্ত। মোহামেডানের হয়ে ৩৬ রানে ৪ উইকেট নেন এবাদত হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর