সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

আগামী জাতীয় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ বিষয়ে সাক্ষাতের সময় চাওয়া বিএনপির  সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাত হবে আগামী ১৬ এপ্রিল । ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে পারে এই সাক্ষাৎ।

বুধবার (৯ এপ্রিল) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক নিয়ে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, নির্বাচনী ইস্যুতে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। বিএনপির সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রে ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনও প্রস্তাবনা দেয়নি উল্লেখ করে দলের এই নীতিনির্ধারক বলেন, এ নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর