আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম কারাগার থেকে তাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বান্দরবানের আদালতে হাজির করা হয়।
জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাতে ডিজিএফআই স
দস্য হত্যা মামলা ও হামলার ঘটনায় দুটি মামলার আসামি আতাউল্লাহ জুনুনি। তাকে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল ও আমলি আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালতে হাজির করা হয়।
দুটি মামলায় তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। তবে আদালত থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আরাকানের জমি আমাদের। খুব শিগগিরই রোহিঙ্গারা আরাকানের জমি ফিরে পাবেন।’
গত ১৯ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গোপন বৈঠক করার সময় জুনুনিসহ ১০ জনকে আটক করে র্যাব। তার বিরুদ্ধে ডিজিএফআই সদস্য হত্যাসহ নানা অভিযোগ রয়েছে।