ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ঈদ আনন্দ মিছিলকে ইসলামবিরোধী কর্মকাণ্ড আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, এটি ইসলামের লঙ্ঘন।
সোমবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ঈদ আনন্দ মিছিলে ইসলামবিরোধী কার্যকলাপ সংঘটিত হয়েছে। পবিত্র ঈদ উৎসব মুসলমানদের জন্য বিশেষ এবাদত ও আনন্দের দিন। যা সর্বদা ইসলামের বিধান অনুযায়ী আমরা উদযাপন করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে হচ্ছে যে, এবারের ঈদ মিছিলে মোগল ঐতিহ্যের নামে ব্যান্ড পার্টি, হাতি-ঘোড়া এবং বিভিন্ন জীবের মূর্তি প্রদর্শন করা হয়েছে। যা ইসলামিক সংস্কৃতি ও আকিদার সঙ্গে সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ ও স্পষ্টভাবে ইসলামের বিধানের লঙ্ঘন।
মঙ্গল শোভাযাত্রার আদলে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ইসলামিক সংস্কৃতিকে পরিবর্তনের অপচেষ্টা বরদাশত করা হবে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান মাওলানা মহিউদ্দিন রাব্বানী।