আগামী ৫ এপ্রিল থেকে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। ২০২৫ বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই ঈদুল ফিতরের ছুটি মেলেনি নারী ক্রিকেটারদের।
ক্যাম্পে থাকা ক্রিকেটারদের তাই ঈদ উদযাপন করতে হয়েছে পরিবার ছাড়া। মিরপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন নিগার সুলতানা জ্যোতি-সোবহানা মোস্তারিরা। বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে আগামী ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে রওনা করবে টাইগ্রেসরা।
আজ সোমবার (৩১ মার্চ) নারী ক্রিকেটাররা ঈদ উদযাপন করেছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছবি প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারী ক্রিকেটাররা। পরিবার থেকে দূরে থাকা এ সব ক্রিকেটারদের একসঙ্গে ঈদের সাজে গ্রুপ ছবি তুলতে দেখা গেছে।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।