শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর জাহানারা ইস্যুতে সরব মাশরাফি ক্রিকেটার জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের জাপানের ১ কোটি শ্রম ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ ৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: উপদেষ্টা আসিফ মাহমুদ জকসু নির্বাচনের খসড়া তালিকায় ভোটার ১৬ হাজার ৭২৫ জন যারা নির্বাচনের আগে গণভোটের চাপ দিচ্ছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব শফিকুল আলম

গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

গাজার একটি হাসপাতালে রোববার ইসরাইলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন জ্যেষ্ঠ সদস্য চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। হামাসের একটি সূত্র বিষয়টি নিশ্চত করেছে। অপরদিকে ইসরাইল বলেছে, তারা একজন ‘শীর্ষ সন্ত্রাসীকে’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সূত্রটি জানিয়েছে, ‘ইসরাইলি সেনাবাহিনী হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুমকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘যুদ্ধবিমানগুলো খান ইউনিসের নাসের হাসপাতালের অপারেটিং রুমে বোমা হামলা চালিয়েছে। গত মঙ্গলবার ভোরে খান ইউনিসে বারহুমের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর ইসরাইল পুনরায় গাজায় বিমান হামলা চালানোর পর থেকে বারহুমসহ হামাসের রাজনৈতিক ব্যুরোর চারজন সদস্য নিহত হয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘বারহুমকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।’

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্য সংগ্রহের পর ‘সুনির্দিষ্ট অস্ত্র’ দিয়ে হাসপাতালে হামলা করেছে।

তারা জানিয়েছে, ‘তাদের লক্ষ্য ছিল নাসের হাসপাতালের কম্পাউন্ডের ভেতরে সন্ত্রাসী সংগঠন হামাসের একজন গুরুত্বপূর্ণ সদস্য।’

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরাইলি বাহিনী নাসের মেডিকেল কমপ্লেক্সের ভেতরে সার্জারি ভবন লক্ষ্য করেছে, যেখানে অনেক রোগী ও আহত ব্যক্তি ছিলেন। ঘটনাস্থলে বড় ধরনের আগুনও লেগেছে।’

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় একজন নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন, যার মধ্যে কিছু স্বাস্থ্যকর্মীও রয়েছেন। পুরো বিভাগটি খালি করা হয়েছে।

গতকাল রোববার হামাস জানিয়েছিল, আগের দিন খান ইউনিসের কাছে ইসরাইলি বিমান হামলায় তাদের রাজনৈতিক ব্যুরোর একজন জ্যেষ্ঠ সদস্য সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। ৬৫ বছর বয়সী বারদাউইল তার স্ত্রীসহ আল-মাওয়াসির একটি তাঁবুতে নিহত হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর