বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

রেজাউল করিম রেজার জন্মদিন আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

আজ ১৩ মার্চ তরুণ কবি, গল্পকার, সিনিয়র সাংবাদিক, জনপ্রিয় সিনে ম্যাগাজিন সাপ্তাহিক চিত্রজগত, চিত্রজগত ডটকম ও সংবাদচিত্র ডটকম-এর সম্পাদক রেজাউল করিম রেজার জন্মদিন।

তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন উত্তর পাঁচআনী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী, পরিবহন ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম মোয়াজ্জেম হোসেন খান এবং মরহুম বেগম রেজিয়া হোসেনের পাঁচ পুত্র ও তিন কন্যার মধ্যে রেজাউল করিম রেজা জ্যেষ্ঠ।

শৈশবে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বাবুরাইলে বেড়ে উঠেন তিনি। নারায়ণগঞ্জ শহরের ৯নং দেওভোগ সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। গণবিদ্যা নিকেতন (উচ্চ বিদ্যালয়) থেকে মাধ্যমিক, আর সরকারী তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই তিনি সাংবাদিকতা পেশায় নাম লেখান। ১৯৮৮ সালে নারায়ণগঞ্জের সাপ্তাহিক বিষের বাঁশি পত্রিকায় লেখালেখি শুরু করেন। নারায়ণগঞ্জে সাপ্তাহিক খবরের পাতায় (বর্তমানে দৈনিক খবরের পাতা) বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৮৯ সালে বাংলার বাণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক লালসবুজ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদানের মধ্যদিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন রেজাউল করিম রেজা।

পরবর্তীতে দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের কাগজ, দৈনিক প্রাইম, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক গণজাগরণ ও দৈনিক ঊষার বাণীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডেইলি প্রেজেন্ট টাইমস-এ চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৬ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সদস্যপদ লাভ করেন। ২০০২ সালে বাচসাসের দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বাচসাসের বর্তমান কমিটিতেও রয়েছেন। তিনি একাধিকবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন।

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য রেজা ‘ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ ফিল্ম ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

সাংবাদিকদের মধ্যে অত্যন্ত সজ্জন ও স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে রেজাউল করিম রেজার বিশেষ খ্যাতি রয়েছে।

২০০৩ সালে রেজার নেতৃত্বে ঢাকায় কর্মরত বিনোদন সাংবাদিকদের বহুল আলোচিত সংগঠন ‘ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি (ডিসিআরইউ) প্রতিষ্ঠিত হয়। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার সহধর্মীনি একজন স্কুল শিক্ষক। তাদের দুই পুত্র সন্তান রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর