সোমবার (৩ মার্চ) পুলিশ সদর দফতর থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপন দুইটিতে পুলিশ মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলমের পক্ষে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।