বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার (১৫ মে) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তিনি এ শুভকামনা জানান।
ম্যাচ শেষে ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, আমরা নারী ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট খেলেছি। বাংলাদেশের জনগণ ক্রিকেটপাগল। যুক্তরাষ্ট্র ক্রিকেট সিরিজের আয়োজন করতে পেরে সন্তুষ্ট। বাংলাদেশ নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে বলে আমরা খুব খুশি।
তিনি বলেন, আজকের প্রীতি ম্যাচে আম্পায়ার ছিলেন সাথিরা জাকির জেসি। তিনি একজন বিশ্বমানের আম্পায়ার। তিনি ম্যাচ পরিচালনা করেছেন, এটি আমাদের জন্য আনন্দের। বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের জন্য আমাদের শুভ কামনা রইল।
এদিকে বাংলাদেশের অধিনায়ক নিগার বলেছেন, ‘খুব উপভোগ করেছি, তারা তো পেশাদার ক্রিকেটার নয়। ওনাদের আগ্রহ দেখে খুব ভালো লেগেছে। ক্রিকেটের বিষয়ে অনেক প্রশ্ন করেছিলেন। দেখে মনে হয়েছে ওনারা রোমাঞ্চিত। ওদের দেশে বিশ্বকাপ, ওগুলো নিয়ে অনেক কথা হলো। ’
মূলত আয়োজক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে শুভেচ্ছা জানানোর জন্যই বিশেষ এই অনুষ্ঠান। আগামী জুনে যুক্তরাষ্ট্র যৌথ আয়োজক হিসেবে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করছে। এরপর আগামী অক্টোবরে বাংলাদেশে বসবে নারীদের বিশ্বকাপ আসর। দুটি আসরের সফলতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। তাদের শুভেচ্ছা জানাতেই এই বিশেষ সাক্ষাৎ।