রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

বাংলাদেশ সফরে এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার আজ রোববার ঢাকা পৌঁছেছেন।

চার দিনের সফরে রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাইজারের সাথে যোগ দেবেন বিশ্বব্যাংকের প্রোসপারিটিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা।

সাভেদ্রা বিশ্বব্যাংকের অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, অর্থায়ন, প্রতিষ্ঠানসমূহ, প্রতিযোগিতা ও বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি বিশ্বব্যাংক।

এরপর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রায় ৪৪ বিলিয়ন ডলার প্রদানের অঙ্গীকার করেছে, যার বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর