শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

ফাইনালের আগে বরিশাল শিবিরে নিউজিল্যান্ডের নিশাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোপা ধরে রাখার লক্ষ্যে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগে নিউজিল্যান্ডের জেমস নিশামকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। নিশামের যোগদানে আরও উজ্জীবিত বরিশাল।

প্রথম কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম কিংসকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনাল নিশ্চিত করে বরিশাল।

পুরো বিপিএল জুড়েই স্থানীয়দের পাশাপাশি বরিশালের বিদেশি খেলোয়াড়রাও দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন। তাই ফাইনাল ম্যাচে নিশামের একাদশে সুযোগ নিয়ে আলোচনা রয়েছে।

প্রথম কোয়ালিফাইয়ারে বিদেশিদের মধ্যে ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি এবং মোহাম্মদ আলীকে খেলিয়েছে বরিশাল।

গত মৌসুম থেকেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মায়ার্স। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগে খেলতে বিপিএলের মাঝপথে চলে গেলেও, প্রথম কোয়ালিফাইয়ারের জন্য আবারও দলে যোগ দেন তিনি।

নতুন বল-এ মায়ার্সকে প্রথম পছন্দ বরিশালের। চট্টগ্রাম কিংসের বিপক্ষে ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে ২ উইকেট নিয়ে বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন মায়ার্স। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন তিনি। সব মিলিয়ে ৫ ম্যাচে ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে ১৬৩ রান এবং ৫ উইকেট নিয়েছেন মায়ার্স।

৮ ম্যাচে ১৫৭ স্ট্রাইক রেটে ৩১৫ রান করেছেন মালান। প্রথম কোয়ালিফাইয়ারে ২২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে জয়ের নায়ক ছিলেন পেসার মোহাম্মদ আলী। ২৪ রানে ৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি।

তবে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি নবি। ১০ ম্যাচে ৮ উইকেট এবং ৬৩ রান করেছেন তিনি। তাই পারফরমেন্সের পরিসংখ্যান বিবেচনায় নবির স্থলাভিষিক্ত হতে পারেন নিশাম।

অবশ্য বরিশাল উইনিং কম্বিনেশন ভাঙতে চাইলে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর