চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান উদ্ধারে বিভিন্ন বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি আকাশে থাকা অবস্থায় পেছনের দিকে আগুন ধরে যায়। এর কিছু সময় পরেই বিমান থেকে দুই পাইলট প্যারাসুটের সাহায্যে বের হয়ে আসেন। পরক্ষণে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে ডুবে যায়।
নদীর যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে বিমানবাহিনীর একাধিক উদ্ধারকারী স্পিডবোড, টাগবোড, সী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের নৌযান দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ওয়াইএকে ১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে, একজন গুরুতর আহত হয়েছেন।