সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস, ৪০ দিনের শাটডাউনের অবসান রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ভারতের দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, বহুসংখ্যক আহত রাজধানীতে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন শীতকালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সারাদেশে অগ্নি নিরাপত্তা কার্যক্রম জোরদার যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মহাসচিব মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল হাইকোর্টে

আওয়ামী লীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদের চাচা অলিউজ্জামান ওরফে মন্টু মাস্টার (৬৮) আত্মগোপন থেকে গত পরশু রাতে বাড়ি ফেরেন।  শনিবার সকাল ১০টার দিকে তাকে ধরে নিয়ে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।
তার পরিবার অভিযোগ করে বলেন, বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা অলিউজ্জামানকে নির্যাতন করেছেন।
অলিউজ্জামান একজন স্কুলশিক্ষক ছিলেন। সংসদ সদস্য আবদুল ওয়াদুদের ভাই শেখ আবদুল হানিফ জানিয়েছেন, উপজেলার বিড়ালদহ গ্রামে তাদের বাড়ি। ৫ আগস্টের ঘটনার পর থেকে তার চাচা অলিউজ্জামান আত্মগোপনে ছিলেন। গত পরশু রাতে তিনি বাড়ি ফিরে আসেন। আজ শনিবার সকালে তিনি পাশের মাইপাড়া বাজারে চা পান করতে গিয়েছিলেন। সেখান থেকে বিএনপির লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে বিড়ালদহ বাজারের পাশে নন্দনপুর সড়কে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দেন।
অলিউজ্জামান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, বেলা সাড়ে ১২টার দিকে অলিউজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে।
বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মিঠুন, আহসান ও সীমান্ত এই হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে লোকমুখে শুনেছেন অলিউজ্জামানের ভাতিজা আবদুল ওয়াদুদ। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তার চাচাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মিঠুন বলেন, তার মামা মারা গেছেন। সেই জানাজা নিয়ে তারা ব্যস্ত আছেন। যারা অলিউজ্জামানকে মারধরের অভিযোগ করেছেন তারা মিথ্যা অভিযোগ করেছেন। তিনি দাবি করেন আহসান, সীমান্তও ঘটনাস্থলে ছিল না।
পাল্টা অভিযোগ করে মিঠুন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার পরিবারে দুইটা খুন হয়েছে। তারা বিপদগ্রস্ত আছেন। তারা রাজনীতি করতে পারেননি। তা ছাড়া নিয়োগ বাণিজ্যের কারণে এই মন্টু মাস্টারের (অলিউজ্জামান) নাম পড়েছিল ‘পুঠিয়া-দুর্গাপুরের শিক্ষামন্ত্রী’।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, এ ঘটনায় তাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। তারা মৌখিকভাবে শুনেই ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি আহত হয়েছেন, তাকে প্রথমে পুঠিয়া হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারা অলিউজ্জামানের ওপর হামলা চালিয়েছে জানতে চাইলে ওসি বলেন, কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর