অধিনায়ক শান্তর পর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও সেঞ্চুরি তুলে নিয়েছেন। এটি মুশফিকের ১২তম টেস্ট সেঞ্চুরি।
গল টেস্টে শান্ত-মুশফিক জুটি ব্যাট হাতে কর্তৃত্ব করছে বাংলাদেশ। প্রথম সেশনে দল তিন উইকেট হারানোর পর দ্বিতীয় ও শেষ সেশনে দাপট দেখিয়েছেন তারা দু’জন। টেস্টে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বাধিক রানের জুটি গড়েছেন তারা। বাংলাদেশ ৮৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮০ রান করেছে।