শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি।
আজ শুক্রবার (৩০ মে) বিকালে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
বিসিবির ১৬তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বুলবুল। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে বিসিবিতে আসে নতুন নেতৃত্ব। ফারুক এনএসসির কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন। এরপর ২১ আগস্ট পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। তবে মাত্র ১০ মাস স্থায়ী হয় তার পদ।
বৃহস্পতিবার (২৯ মে) ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেয় ৮ বিসিবি পরিচালক। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করে। ফলে সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দেয়।
এরপর বোর্ড সভায় বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন আমিনুল। গুঞ্জন রয়েছে অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নতুন সভাপতি। অর্থাৎ, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাকরি ছেড়ে বিসিবিতে এসেছেন বুলবুল।
দীর্ঘ এক যুগ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে দেশের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান খেলেছেন ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তিনি কিছুদিন কোচ হিসেবে কাজ করেন দেশে। পরবর্তীতে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস শুরু করেন অস্ট্রেলিয়ায়।
বিগত দশ বছর ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। আইসিসির এশিয়ান অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। পাশাপাশি হাই পারফরম্যান্স কার্যক্রম ও প্রশিক্ষণ বিষয়ক শিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।