জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাহানারা ইমাম হলে সমান ভোট পেয়ে এজিএস পদে নির্বাচিত হয়েছেন দুইজন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন জানায়, হলটিতে মোট ৩৬৭ জন ভোটার ছিলেন। এর মধ্যে এজিএস পদে সমান ভোট পেয়েছেন লামিয়া জান্নাত ও সাদিয়া খাতুন। তারা দুইজনই ৬ মাস করে দায়িত্ব পালন করবেন। এছাড়া হলটির ভিপি নির্বাচিত হয়েছেন মাহমুদা খাতুন এবং জিএস হয়েছেন রেজওয়ানা বুসরা।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাকসু ও হল সংসদের ভোট। ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। তবে ভোটের দিন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল-সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ।
এ ছাড়া নির্বাচনে অংশ নেয় ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম এবং স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেন।