বাংলাদেশে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল।
আজ শনিবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহিল বাকী নদভী দা. বা. ও মুখ্য আলোচক ছিলেন মাওলানা মুসা আল হাফিজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি মনির হোসেন রাহমানী। অনুষ্ঠানে মাওলানা হামিদুল ইসলাম নাফিসকে সভাপতি, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, মাওলানা আজহারুল ইসলাম নোমানীকে সহসভাপতি ও মাওলানা মনির হোসেন রাহমানীকে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক অবক্ষয় প্রতিরোধ করে সুন্দর সমৃদ্ধ দেশ গঠন ও নীতিবান আদর্শিক প্রজন্ম তৈরি করা একান্ত অপরিহার্য। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি অঞ্চলের ইমাম-খতিবকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ইমাম, মুয়াজ্জিন, খতিবদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সামজিকভাবে মানুষের নৈতিক মানোন্নয়ন ও ইসলামী তাহজিব তামাদ্দুনের আলোকে একটা স্বপ্নের বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় কাজে লাগানো সকলের দায়িত্ব। এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের আগামী দিনগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম সোবহানী, খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটির মহাসচিব আল্লামা ইমামুদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, শর্ষীনার ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী প্রমুখ।