রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

কুল-বিএসজেএ মিডিয়া কাপ শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

প্রতিবারের ন্যায় এবারও দেশের খ্যাতনামা ৩২টি মিডিয়া হাউজকে নিয়ে কুল-বিএসজেএ মিডিয়া কাপ শুরু হবে আগামী সোমবার (২৬ মে)। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২০২৫- এর ড্র অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৪ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে। 

আজ শনিবার (২৪ মে) এক অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের জার্সি ও ট্রফির উন্মোচন হয়েছে । 

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান আহ্বয়াক রায়হান আল মুঘনি। এরপর স্বাগত বক্তব্যে টুর্নামেন্টে যেকোনও চোট এড়িয়ে সবাইকে সচেতন থেকে খেলার আহ্বান জানান বিএসজেএর সাধারণ সম্পাদক এস এম সুমন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়েলেট্রিজের হেড অব মার্কেটিং ড.জেসমিন জামান বলেছেন, ‘এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভ্রাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সবসময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ বলেছেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাদের সবার সঙ্গে চেনা জানা। ফুটবল খুব কঠিন খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে। ’

সমাপনী বক্তব্যে বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু বলেছেন, ‘স্কয়ার গ্রুপ দীর্ঘদিন ধরেই এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। তারা না থাকলে আমাদের এমন আয়োজন সম্ভব হতো না। সাংবাদিকদের মধ্যে যারা সারা বছর কর্মব্যস্ত থাকেন, এই টুর্নামেন্ট তাদের খেলার জন্য দারুণ একটা সুযোগ।’

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করে নক আউট পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

গ্রুপে কে কোন দলে

‘এ’ গ্রুপ- বৈশাখী টিভি, রাইজিংবিডি, এসএ টিভি, এটিএন বাংলা,

‘বি’ গ্রুপ- মাছরাঙা, জাগোনিউজ, চ্যানেল২৪, প্রথম আলো

‘সি’ গ্রুপ- যুগান্তর, বাংলানিউজ২৪, আরটিভি, মানবজমিন

‘ডি’ গ্রুপ’- কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ২৪

‘ই’ গ্রুপ- ঢাকা ট্রিবিউন, ঢাকাপোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ

‘এফ’ গ্রুপ- একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি

‘জি’ গ্রুপ- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত

‘এইচ’ গ্রুপ- সমকাল, সময় টিভি, ইত্তেফাক, চ্যানেল আই

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড.জেসমিন জামান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এস এম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসজেএর সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বয়াক রায়হান আল মুঘনি, যুগ্ম আহ্বয়াক রবিউল ইসলাম ও সদস্য সচিব ইয়াসিন হাসান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর