রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে মেটা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড। এই বিনিয়োগের বড় অংশ ব্যয় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডেটা সেন্টার নির্মাণে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে এক ডিনারে বলেন, আমরা যুক্তরাষ্ট্রে অন্তত ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি। এটি আমাদের ভবিষ্যত-কেন্দ্রিক কৌশলের অংশ, যাতে এআই এবং কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা আগামী দিনের চাহিদা পূরণে প্রস্তুত থাকতে পারি।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কয়েকটি বড় এআই ডেটা সেন্টারের কাজ শুরু করেছে। টেক্সাসে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে একটি নতুন ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে মেটা, যা তাদের ২৯তম বৈশ্বিক ডেটা সেন্টার হতে যাচ্ছে।

এছাড়া, লুইজিয়ানায় বৃহত্তম প্রকল্প বাস্তবায়নের জন্য মেটা ব্লু আউল ক্যাপিটালের সঙ্গে ২৭ বিলিয়ন ডলারের ফাইন্যান্সিং চুক্তি সম্পন্ন করেছে।অক্টোবরে প্রকাশিত মেটার সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এআই ও অবকাঠামোগত খাতে বিনিয়োগ বৃদ্ধির কারণে আগামী বছরে মূলধন ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে।

জুকারবার্গ বলেন, আমরা এখনই আমাদের কম্পিউটিং সক্ষমতা বহুগুণ বাড়াচ্ছি, যাতে সর্বাধিক আশাব্যঞ্জক ভবিষ্যৎ পরিস্থিতিতেও প্রস্তুত থাকতে পারি।-বাংলা ট্রিবিউন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর