বাংলাদেশের আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধিতে বড় এক পদক্ষেপ নিয়েছে বুল্বুলের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারদের প্রশিক্ষণ ও মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার সাইমন টাফেলকে নিয়োগ দিয়েছে বোর্ড।
অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার তিন বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আম্পায়ারদের শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম—‘আম্পায়ার্স এডুকেশন প্রোগ্রাম’—এর নেতৃত্বে থাকবেন তিনি।
সাইমন টাফেল ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন। পরে কাজ করেছেন আইসিসির আম্পায়ারস ম্যানেজার হিসেবেও। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ দক্ষতা এবার কাজে লাগবে বাংলাদেশ ক্রিকেটে।
বিসিবি জানিয়েছে, শুধু টাফেলই নন, তার নেতৃত্বে একটি প্রশিক্ষক দল বাংলাদেশে আসবে। এই দলের তত্ত্বাবধানে দেশে গড়ে তোলা হবে ১৫ থেকে ২০ জন স্থানীয় আম্পায়ার ট্রেইনার, যারা ভবিষ্যতে দেশজুড়ে আম্পায়ারদের নিয়মিত প্রশিক্ষণ দিতে পারবেন।