পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবি সুত্র এমনটাই জানিয়েছে।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’। বার্তাসংস্থা এএফপিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও।
পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে তাই চিন্তিত বিসিবি। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসিরের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে বলে জানা গেছে।