বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১:১৫ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নাগরিক অধিকার, পুলিশি সহিংসতা এবং প্রেসিডেন্টের অভিবাসন ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ অন্তত এক ডজন বড় শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক অধিকার খর্ব এবং শান্তিপূর্ণ মতপ্রকাশ দমন করার অভিযোগ তোলে।

ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে হুঁশিয়ার করে বলেন, ‘যদি বিক্ষোভকারীরা সহিংসতা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সেনাবাহিনী মোতায়েনেরও ইঙ্গিত দেন তিনি।

তবে আন্দোলনকারীরা এই হুমকিকে প্রত্যাখ্যান করে রাস্তায় থাকার ঘোষণা দেয়। নিউইয়র্কের এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা ভয় পাই না। এটাই আমাদের প্রতিবাদের সময়।’

বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে। কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে, কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি।

মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলছে, মতপ্রকাশের অধিকার একটি সাংবিধানিক গ্যারান্টি, এবং তা দমন করা কর্তৃত্ববাদী প্রবণতার লক্ষণ।

ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র অবশ্য দাবি করেছেন, ‘বিক্ষোভকারীরা যদি শান্তিপূর্ণ থাকে, তবে তাদের অধিকার রক্ষা করা হবে। কিন্তু বিশৃঙ্খলা ও সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর