দেশ বরেন্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে দেখতে আজ বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার চিকিৎসার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘লালন সঙ্গীতে তিনি (ফরিদা পারভীন) অদ্বিতীয়া, গোটা বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়। দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীত জগতে তার যে একচ্ছত্র প্রভাব, তা তিনি অক্ষুন্ন রেখেছেন। তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে। তার কিডনি সমস্যা আছে। মূলত এটাই তার প্রধানতম সমস্যা। অন্যান্য সমস্যাও আছে। এগুলো বেশ ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষ তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।’’
তিনি বলেন, ‘‘আমার আহ্বান জানাব প্রধান উপদেষ্টার কাছে, এ রকম একজন গুণি শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য স্পেশাল বোর্ড তৈরি করা উচিত। বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে দরকার হলে বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে— এটা জাতি চায়।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের সভাপতি হেলাল খান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন।