রাজধানী উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রানহানির ঘটনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এ বিক্ষোভে অংশ নেন হাজারো শিক্ষার্থী ।
শিক্ষার্থীরা বলেন, বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ন্যায়বিচার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বেশকিছু দাবি নিয়ে বোর্ডের সামনে কিছু শিক্ষার্থী আন্দোলন শুরু করে। এরপরে আমরা রাস্তায় গিয়ে তাদের দাবি শুনেছি। তাদের দাবি পূরণে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো বলে বুঝিয়েছি। শিক্ষার্থীরা চলে গেছেন।