২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) মিলিয়ে বাংলাদেশ ৮.৬৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬১% বেশি। এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
তবে এই সামগ্রিক ইতিবাচক প্রবৃদ্ধির মধ্যেও ২০২৫ সালের আগস্টে রপ্তানি আয় ২.৯৩% হ্রাস পেয়েছে। চলতি বছরের আগস্টে আয় হয়েছে ৩.৯২ বিলিয়ন ডলার, যেখানে ২০২৪ সালের আগস্টে এই আয় ছিল ৪.০৩ বিলিয়ন ডলার।
ইপিবি জানিয়েছে, অর্থবছরের শুরুতে রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত দিলেও, আগস্টে আয় কমে যাওয়ায় বৈশ্বিক চাহিদার ওঠানামা এবং বাজারের পরিবর্তিত গতিপ্রকৃতি নিয়ে সতর্ক থাকতে হবে।
ইপিবির মুখপাত্র বলেছেন, ‘অর্থবছরের শুরুটা আশাব্যঞ্জক হলেও আগস্টে যে মন্দাভাব দেখা গেছে, তা আমাদের সামনে থাকা বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জগুলো স্পষ্ট করে তুলছে।’
বিশ্লেষকরা মনে করছেন, আগস্টে রপ্তানির হ্রাসের পেছনে কারণ হিসেবে রয়েছে বিদেশি ক্রেতাদের অর্ডার কমে যাওয়া, আগের মজুদ সামগ্রীর ব্যবহার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা।
তবে সাময়িক মন্দাভাব সত্ত্বেও রপ্তানিকারকরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।
তারা পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি সহায়ক নীতি এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন।
সরকারও রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে নীতিগত সহায়তা ও প্রণোদনা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে।-কালের কণ্ঠ