বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিনের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন।
আজ বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক কর্মকর্তাদের ভবনের বাইরে বের করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দেন। আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাট ডাউন ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ট্রেজারার ড. মো. মামুন অর রশিদ ক্যাম্পাস ত্যাগ করেন।
এছাড়াও আগামীকাল বুধবার বেলা ১২টার মধ্যে পদত্যাগ না করলে উপাচার্যের বাসভবনে বিদ্যুতসহ সকল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।