সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছে নাগরিক সমাজ।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এটি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে অধ্যাপক মাহবুব উল্লাহ এ তথ্য জানান।
এতে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে কঠোর নিয়মাবলী এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ।
এছাড়া বিদেশি মিশনের প্রতিনিধিরাও এই নাগরিক শোকসভায় অংশ নিবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শোক সভায় শুধু পেশাজীবী সমাজের আমন্ত্রিত ব্যক্তিরা বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলের কেউ বক্তব্য দিবেন না।
শোকসভায় অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে কোনো ধরনের সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা যাবে না। সবাইকে সাদাকালো পোশাক পরিধান করে আসার অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানের গেট খুলবে দুপুর ১২টায়। প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ৬ ব্যবহার করতে হবে এবং বের হতে হবে আসাদ গেট দিয়ে। গেট নম্বর ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের গাড়ি বাণিজ্য মেলার (পুরাতন) মাঠে পার্কিং করা হবে। এ ছাড়া গেট নম্বর ১২ (বকুলতলা গেট) দিয়ে কেবল পায়ে হেঁটে প্রবেশ করা যাবে।