কাতারে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, এক ইমেইল বার্তায় দূতাবাস জানিয়েছে- ‘সতর্কতার অংশ হিসেবে’ এই পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
উপসাগরীয় এই দেশটিতে অবস্থিত বিশাল আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে বহু উড়োজাহাজ সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মার্কিন কর্মীদের ঘাঁটিটিতে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ঘাঁটিতে সাধারণত একাধিক সি-১৭ পরিবহন বিমান, এফ-১৫ যুদ্ধবিমান ও গোয়েন্দা ড্রোন দেখা যায়।