মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা বা ‘শাটডাউন’ অবশেষে শেষ হতে যাচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি সমঝোতা প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এই অচলাবস্থা নিরসনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
৪৩ দিন ধরে চলা এই অচলাবস্থার কারণে হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন অথবা বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছিল।
প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে সমঝোতা প্রস্তাবটির পক্ষে ২২২ ভোট এবং বিপক্ষে ২০৯ ভোট পড়ে। ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় প্রস্তাবটি পাস হয় বলে জানিয়েছে বিবিসি। এর আগে সোমবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট একই প্রস্তাব অনুমোদন করেছিল।
হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটিতে স্বাক্ষর করার পর যুক্তরাষ্ট্রের এই দীর্ঘতম সরকারি শাটডাউন আনুষ্ঠানিকভাবে শেষ হলো।