মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস, ৪০ দিনের শাটডাউনের অবসান রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ভারতের দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, বহুসংখ্যক আহত রাজধানীতে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন শীতকালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সারাদেশে অগ্নি নিরাপত্তা কার্যক্রম জোরদার যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মহাসচিব মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল হাইকোর্টে

যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মহাসচিব মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন

যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই এখন নির্বাচন পেছানোর নানা পাঁয়তারা করছেন বলে বক্তব্যে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

তিনি বলেন, ‘গণভোট, সনদ বা পিআর— এসব আমরা যেমন বুঝি না, জনগণও বোঝে না। জনগণ শুধু বোঝে নির্বাচন। এই নির্বাচনই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গত ১৬ বছর ধরে এ দেশে কোনো প্রকৃত নির্বাচন হয়নি, জনগণের ভোটে নির্বাচিত কোনো সংসদও হয়নি। এই নির্বাচনের মাধ্যমেই দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।’

আজ সোমবার ( ১০ নভেম্বর)  সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, রুহিয়াবাসী সব সময়ই ধানের শীষের পাশে থেকেছে। বিএনপি সরকার গঠন করতে পারলে রুহিয়াসহ ঠাকুরগাঁও অঞ্চলের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বিএনপি সরকার গঠন করলে রুহিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় উন্নীত করা হবে।’

নিজ জীবনের সম্ভাব্য শেষ নির্বাচন উল্লেখ করে রুহিয়াবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ দেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করেছে এবং ভবিষ্যতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।’

বিএনপি মহাসচিব আরো বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’ নামে অবহেলিত ও পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের জন্য ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে। এই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় পর্যন্ত রাস্তাঘাটসহ জরুরি উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি সরকার গঠন করলে এই উন্নয়ন আরো সম্প্রসারিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর