বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

সমর্থকদের উদ্দেশে হামজা চৌধুরীর বার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫, ১:২৫ অপরাহ্ন

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেলেও বাংলাদেশের ফুটবলে এক নতুন আশার আলো জ্বালিয়েছেন ইংল্যান্ড প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার মাঠে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। পুরো ম্যাচে ৫৮টি সফল পাস, ৮টি বল কাড়ার পাশাপাশি অন্তত তিনটি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। শুধু রক্ষণে নয়, মাঝমাঠ নিয়ন্ত্রণেও রাখেন সরব উপস্থিতি।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় হামজা লেখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’

প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পর এই ম্যাচেই প্রথমবার জাতীয় স্টেডিয়ামে গ্যালারি প্রায় পূর্ণ ছিল। জাতীয় দলের খেলা দেখতে হাজির হয়েছিল প্রায় ২৫ হাজার দর্শক। বাহিরেও ছিল হাজার হাজার দর্শক। এমন আবহে ফুটবলে আগ্রহের জোয়ার তৈরি হলেও শেষ বাঁশির পর বিষাদ ছড়ায় স্টেডিয়াম ছাড়িয়ে সারাদেশে ।

উল্লেখ্য, ২০২৭ এএফসি বাছাইপর্বের ম্যাচে এই মুহূর্তে সব দলেরই বাকি আছে ৪টি করে ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দলই এখান থেকে এএফসি কাপে যাবে। আপাতত সেই অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর। পূর্ব এশিয়ার দেশটি যদি বাকি সব ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ১৬। হংকংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অন্যদিকে বাংলাদেশ এই পর্যায় থেকে সর্বোচ্চ অর্জন করতে পারবে ১৩ পয়েন্ট। ভারতেরও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের সমান ১৩।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর