তামিম ইকবালকে দেখতে সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার হাসপাতালে ছুটে এসেছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা হাসপাতালে তামিম ইকবালের সাথে দেখা করেছেন বলে জানা গেছে।
গণমাধ্যমকে বিষয়টি তাদের আসার খবরটি নিশ্চিত করেছিলেন ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল।
সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে।
তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তামিম।
গত রাতেই নিজের জন্মদিনে তামিমের জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ।