দিল্লির ষড়যন্ত্রেই ৫৪ বছরে বুদ্ধিজীবী হত্যার তদন্ত ও বিচার হয়নি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতকে জড়িয়ে সবসময় বয়ান চালিয়ে নেয়ার জন্য এটা করা হয়েছে বলে জানান তিনি।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে জামায়াতের উত্তর মহানগরীর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সে তথ্য থাকার কারণে তাকেও গুম করা হয়েছিল। এসময়, শেখ হাসিনাকে ফেরত দিয়ে আন্তর্জাতিক আইন মেনে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে বলেন জামায়াতের এ নেতা।