শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

তাওহিদ হৃদয়ের প্রশংসায় বিশ্লেষকরা, পাকিস্তানিদের শেখার পরামর্শ রমিজের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কোনো বিভাগেই সেভাবে দাপট দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তরা। ৬ উইকেটে হারের ম্যাচে একমাত্র প্রাপ্তি হয়ে আছে তাওহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরি। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর চাপের মুখে জাকের আলি অনিকের সঙ্গে ২০৬ বলে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়েন। জাকের ফিফটির পর ফিরলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হৃদয়। 

ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৬টি চার ও ২টি ছক্কায় ১১৮ বলে ১০০ রান করেন হৃদয়। এমন ইনিংসে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্লেষকদের। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ম্যাচ চলাকালীন সময় এক্স-বার্তায় হার্শা লিখেছিলেন, ‘তাওহিদ হৃদয়ের কথা অনেক দিন ধরে শুনে আসছি। কিন্তু সেভাবে কিছু করতে পারেনি। আজ নিজের জাত চিনিয়েছে হৃদয়।’

হার্শার সাথে সুর মিলিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ রমিজ বলেন, ‘বাংলাদেশ যে অবস্থায় ছিল, তাতে মনে হয়েছিল ১শ রানও করতে পারবে না। ঐ অবস্থা থেকে হৃদয় ও জাকেরের ব্যাটিং ছিল অসাধারণ। দারুণ জুটি গড়েছে তারা। ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করা এবং সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে। মিডল অর্ডারে অমূল্য সম্পদ পেয়েছে বাংলাদেশ। এই ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে। ভারতের মত দলের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি অনেক বড় ব্যাপার।’

হৃদয় ও জাকেরের পার্টনারশিপ থেকে পাকিস্তানকে শেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাকের এবং হৃদয়ের জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসকে টেনে নিয়েছে সেটা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এ জন্য বলছি পাকিস্তান এরপর বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের সঙ্গেও ম্যাচ আছে। ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুবই জরুরি।’

এদিকে, ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ মনে করেন, শুভমান গিল ও তাওহীদ হৃদয় আগামী দিনে বিশ্ব ক্রিকেট শাসন করতে পারেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর